ঢাকা | সোমবার, ২১ এপ্রিল ২০২৫, ৮ বৈশাখ ১৪৩২ [email protected] +৮৮ ০১৬৮২ ৫৬ ১০ ২৮, +৮৮ ০১৬১১ ০২ ৯৯ ৩৩

চরডাকাতিয়ায় পানিতে ডুবে ২ শিশুর মৃত্যু

আল আমিন | প্রকাশিত: ২৮ এপ্রিল ২০২২ ০২:৫৭

আল আমিন
প্রকাশিত: ২৮ এপ্রিল ২০২২ ০২:৫৭

ফাইল ছবি

নিজস্ব প্রতিবেদক:  বরিশালের মুলাদী উপজেলায় পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। বুধবার (২৭ এপ্রিল) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলা সদরের দক্ষিণ চরডাকাতিয়া গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত শিশুরা হলেন- মুলাদী উপ‌জেলা সদ‌রের দক্ষিণ চরডাকাতিয়া গ্রামে সুমন খানের ৬ মাসের ছেলে আরিয়ান খান এবং সুমনের ভাই আব্দুল জব্বার খানের আড়াই বছরের মেয়ে সারিকা আক্তার।

মুলাদী থানার ওসি মাকসুদুর রহমান এই তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।

মুলাদী থানার উপ-পরিদর্শক (এসআই) মো. ইউসুফ জানান, দক্ষিণ চরডাকাতিয়া গ্রামে সুমন খানের ৬ মাস বয়সের ছেলে আরিয়ান খান এবং তার ভাই আব্দুল জব্বার খানের আড়াই বছর বয়সের মেয়ে সারিকা আক্তার বাসার পাশে পুকুর পাড়ে খেলা করছিলো। এক পর্যায়ে সবার অজ্ঞাতে তারা পানিতে পড়ে যায়। দীর্ঘক্ষণ বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তাদের সন্ধান পাওয়া যাচ্ছিলো না। দুপুর ২টার দিকে ওই পুকুরে তাদের নিথর দেহ ভেসে ওঠে।

পুলিশ আরও জানায়, স্বজনরা তাদের উদ্ধার করে স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের উভয়কে মৃত গোষনা করেন। শিশু দুইটির মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে বলেও জানান পুলিশ।

বিদেশ বার্তা/ এএএ



আপনার মূল্যবান মতামত দিন: