
নিজস্ব প্রতিবেদক: বগুড়ায় ব্যাটারিচালিত ইজিবাইকের ধাক্কায় মানতাশা (৬) নিহত হয়েছে। গত বুধবার সন্ধ্যা ৭টার দিকে দুপচাঁচিয়া উপজেলার চৌমুহনী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত ওই শিশু বগুড়া সদর উপজেলার বেজোড়া মাদলা এলাকার নজরুল ইসলামের মেয়ে।
দুপচাঁচিয়া থানার অফিসার ওসি আবুল কালাম আজাদ জানান, নিহতের বাবা নজরুল চাতালে কাজ করার কারণে তার পরিবার নিয়ে চৌমুহনীতে ভাড়া বাসায় থাকতেন।
তার বাড়ি রাস্তার সাথেই। সন্ধ্যার দিকে বাড়ি থেকে বের হয়ে রাস্তা পার হওয়ার চেষ্টা করে শিশু মানতাশা। এসময় দ্রুতগামী ব্যাটারিচালিত ইজিবাইকের ধাক্কায় মানতাশা গুরুতর আহত হয়। পরে তাকে স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
নিহত ওই শিশুর মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে
বিদেশ বার্তা / এএএ
আপনার মূল্যবান মতামত দিন: