
নিজস্ব প্রতিবেদক: গাইবান্ধায় বালুবোঝাই ট্রাকচাপায় বাবলু নামে এক কর্তব্যরত ট্রাফিক পুলিশের কনস্টেবল নিহত হয়েছেন।
বুধবার সকালে গাইবান্ধা শহরের ট্রাফিক পুলিশের গোল চত্বরে পুলিশ ক্যাফের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহতের বাড়ি সিরাজগঞ্জে ।
পুলিশ জানায়, বুধবার সকাল সাড়ে ৭টার দিকে কনস্টেবল বাবলু মোটরসাইকেল চালিয়ে পুরাতন জেলা থানার মোড় পুলিশ ক্যাফের সামনে আসেন। পলাশবাড়ী থেকে আগত একটি বালুবোঝাই ট্রাক তাকে পেছন থেকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। কিছু বুঝে ওঠার আগেই ট্রাকটি সুন্দরগঞ্জ সড়কে পালিয়ে যায়।
গাইবান্ধা সদর থানার ওসি মাসুদ রানা ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, বিষয়টি খুব দুঃখজনক। আমরা ঘাতক ট্রাকটি আটক করার চেষ্টা করছি। এ ব্যাপারে গাইবান্ধা থানায় পুলিশের পক্ষ থেকে মামলার প্রক্রিয়া চলছে।
বিদেশ বার্তা / এএএ
আপনার মূল্যবান মতামত দিন: