
নিজস্ব প্রতিবেদক: মুন্সীগঞ্জে পদ্মা সেতুর উত্তর থানার সামনে মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাফিক পুলিশের সদস্যসহ নিহত হয়েছেন দুইজন। মুন্সীগঞ্জ পদ্মা সেতুর উত্তর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
রবিবার (২৫ জুন) সকাল ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহতের মধ্যে একজন মুন্সিঞ্জের ট্রাফিক পুলিশের কনস্টেবল মোতালেব হোসেন। অন্যজনের পরিচয় পাওয়া যায়নি।
ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর হোসেন বলেন, সড়ক দুর্ঘটনায় দুজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও তিনজন। আহতের শ্রীনগর স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়েছে।
বিদেশ বার্তা/ এএএ
আপনার মূল্যবান মতামত দিন: