ঢাকা | রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ৭ বৈশাখ ১৪৩২ [email protected] +৮৮ ০১৬৮২ ৫৬ ১০ ২৮, +৮৮ ০১৬১১ ০২ ৯৯ ৩৩

সিলেটে সড়ক দুর্ঘটনায় নিহত ৩

আল আমিন | প্রকাশিত: ১২ জুন ২০২৩ ২১:৩৯

আল আমিন
প্রকাশিত: ১২ জুন ২০২৩ ২১:৩৯

ফাইল ছবি

নিজস্ব প্রতিবেদক: সিলেটের ওসমানীনগরে দুই ট্রাকের সংঘর্ষে তিনজন নিহত হয়েছে। আহত হয়েছে আরো পাঁচজন।

সোমবার ভোররাতে উপজেলার সিলেট-ঢাকা মহাসড়কের সোয়ারগাঁও এলাকায় এই ঘটনা ঘটে। দুর্ঘটনায় নিহতদের পরিচয় এখনো জানা যায়নি।

ওসমানীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাছুদুল আমিন বলেন, ‘সিলেটগামী একটি ট্রাক দয়ামীর সোয়ারগাঁও এলাকায় থেমে ছিল। এসময় সেটিকে সিলেটগামী অপর একটি ট্রাক সজোরে ধাক্কা দেয়। ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয়।’

এ ঘটনায় আহত পাঁচজনকে সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন তিনি।

বিদেশ বার্তা/ এএএ



আপনার মূল্যবান মতামত দিন: