ঢাকা | সোমবার, ২১ এপ্রিল ২০২৫, ৭ বৈশাখ ১৪৩২ [email protected] +৮৮ ০১৬৮২ ৫৬ ১০ ২৮, +৮৮ ০১৬১১ ০২ ৯৯ ৩৩

নবাবগঞ্জে দুর্ঘটনায় তিন মোটরসাইকেল আরোহী নিহত

মো: মনিরুল ইসলাম | প্রকাশিত: ৩১ মার্চ ২০২২ ২২:১৪

মো: মনিরুল ইসলাম
প্রকাশিত: ৩১ মার্চ ২০২২ ২২:১৪

ফাইল ছবি

নিজস্ব প্রতিবেদক : দিনাজপুরের নবাবগঞ্জে সড়ক দুর্ঘটনায় তিন মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। নিহতরা হলেন- নবাবগঞ্জ উপজেলার উত্তর শ্যামপুর গ্রামের রবিউল ইসলামের ছেলে রিমন ইসলাম (২২), কাঁচদহ গ্রামের জাহিদুল ইসলামের ছেলে সাব্বির হোসেন (২৩), নারায়নপুর গ্রামের ইয়াসিন আলীর ছেলে কিবরিয়া (৩০)।

বুধবার (৩০ মার্চ) দিবাগত রাত সাড়ে ১১টার দিকে উপজেলার আলমনগর বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নবাবগঞ্জ থানার অফিসার ইনচার্জ ফেরদৌস ওয়াহিদ বলেন, এরা তিনজন মোটরসাইকেল যোগে নবাবগঞ্জ বাজার থেকে কাঁচদহ যাবার পথে আলমনগর এলাকায় পৌঁছালে অজ্ঞাত গাড়ি তাদের ধাক্কা দেয় এসময় তারা তিনজন গাড়ি থেকে ছিঁটকে পড়ে ঘটনাস্থলেই মারা যান। পরে ঘটনাস্থলে গিয়ে পুলিশ লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে এবং পরিবারের পক্ষ থেকে কোন অভিযোগ না থাকায় যথাযথ প্রক্রিয়া শেষে নিজ নিজ অভিভাবকের জিম্মায় লাশ হস্তান্তর করা হয়।



আপনার মূল্যবান মতামত দিন: