
নিজস্ব প্রতিবেদক: চট্টগ্রামের তুলাতলী বস্তিতে আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট। এ ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। শেষ খবর পাওয়া পর্যন্ত আগুনে অন্তত ৪০টি ঘর পুড়ে গেছে।
সোমবার (১ মে) বেলা পৌনে ১১টার দিকে বাকুলিয়া রাজাখালীর ওই বস্তিতে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আগুনে পুড়ে গেছে অন্তত্ত ৪০টি ঘর।
ফায়ার সার্ভিসের কন্ট্রোলরুম জানায়, বেলা পৌনে ১১টার দিকে বাকুলিয়া রাজাখালীর জামাইবাজারের একটা বাসায় আগুনের সূত্রপাত হয়। এরপর আগুন তুলাতলী বস্তিতে ছড়িয়ে পড়ে।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। পরে তাদের সঙ্গে আগ্রাবাদ থেকে আরও দুটি ইউনিট যোগ দেয়।
তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।
বিদেশ বার্তা/ এএএ
আপনার মূল্যবান মতামত দিন: