ঢাকা | সোমবার, ২১ এপ্রিল ২০২৫, ৭ বৈশাখ ১৪৩২ [email protected] +৮৮ ০১৬৮২ ৫৬ ১০ ২৮, +৮৮ ০১৬১১ ০২ ৯৯ ৩৩

ফরিদপুরে প্রাণ গেল তিন মোটরসাইকেল আরোহীর

আল আমিন | প্রকাশিত: ২৩ জানুয়ারী ২০২৩ ০১:৩৪

আল আমিন
প্রকাশিত: ২৩ জানুয়ারী ২০২৩ ০১:৩৪

ফাইল ছবি

নিজস্ব প্রতিবেদক: ফরিদপুরের ভাঙ্গায় বাসের ধাক্কায় প্রাণ গেল তিন মোটরসাইকেল আরোহীর। রবিবার দুপুর একটার দিকে উপজেলার হামিরদী ইউনিয়নের মুনসুরাবাদে এই দুর্ঘটনা ঘটে। ভাঙ্গা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তৈমুর হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

নিহতরা হলেন-নগরকান্দা উপজেলার ধরমদী গ্রামের বাকী শেখের ছেলে মাইনুদ্দিন শেখ, তার কন্যা তাবাসসুম (১০) ও শ্যালক ভাঙ্গা উপজেলার মাঝারদিয়া গ্রামের মিরাজ মাতুব্বরের ছেলে সৌরভ মাতুব্বর (১৬)।

জানা যায়, ঢাকা-খুলনা মহাসড়কের ভাঙ্গা উপজেলার হামিরদী ইউনিয়নের মুনসুরাবাদে একটি মোটরসাইকেলের সাথে বাসের ধাক্কা লাগে। এতে তিন মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়।

ভাঙ্গা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তৈমুর হোসেন বলেন, মোটরসাইকেল আরোহীরা মোটরসাইকেলযোগে ভাঙ্গা থেকে নগরকান্দা যাচ্ছিল। এ সময় খুলনা থেকে ঢাকাগামী বাসের চাপায় ঘটনাস্থলে দুজন এবং ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে একজনের মৃত্যু হয়।


বিদেশ বার্তা/ এএএ



আপনার মূল্যবান মতামত দিন: