ঢাকা | শনিবার, ১৯ এপ্রিল ২০২৫, ৬ বৈশাখ ১৪৩২ [email protected] +৮৮ ০১৬৮২ ৫৬ ১০ ২৮, +৮৮ ০১৬১১ ০২ ৯৯ ৩৩

বগুড়ায় দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত

আল আমিন | প্রকাশিত: ২৪ ডিসেম্বর ২০২২ ০২:১১

আল আমিন
প্রকাশিত: ২৪ ডিসেম্বর ২০২২ ০২:১১

ফাইল ছবি

নিজস্ব প্রতিবেদক:  বগুড়ার শাজাহানপুরে ট্যাংকলরির ধাক্কায় বাসুদেব দাস (৩৮) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও দুইজন।

বৃহস্পতিবার রাত সাড়ে ১০ টায় বগুড়ার শাজাহানপুর উপজেলার ঢাকা-বগুড়া মহাসড়কের সাজাপুর ফটকি ব্রিজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

বাসুদেব একই উপজেলার ডেমাজানি পালপাড়া গ্রামের বাসিন্দা। পেশায় তিনি মাছ ব্যবসায়ী ছিলেন।

আহতরা হলো- রাসেল ও কালাম। তাদের মধ্যে রাসেল বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

শাজাহান থানা পুলিশ সূত্রে জানা যায়, বাসুদেবসহ তিনজন মোটরসাইকেলে বগুড়া শহর থেকে শাজাহানপুর উপজেলার মাঝিড়ার দিকে যাচ্ছিলেন। পথে সাজাপুর ফটকি ব্রিজ এলাকায় একই দিকগামী একটি ট্যাংকলরি তাদের মোটরসাইকেলে পেছন থেকে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেলের তিন আরোহী মহাসড়কে ছিটকে পড়লে ঘটনাস্থলেই বাসদেব নিহত হন।

 

বিদেশ বার্তা/ এএএ



আপনার মূল্যবান মতামত দিন: