ঢাকা | রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ৭ বৈশাখ ১৪৩২ [email protected] +৮৮ ০১৬৮২ ৫৬ ১০ ২৮, +৮৮ ০১৬১১ ০২ ৯৯ ৩৩

রাজধানীতে ভবন থেকে পড়ে মা ও সন্তানের মৃত্যু

আল আমিন | প্রকাশিত: ১৯ ডিসেম্বর ২০২২ ০৩:২৭

আল আমিন
প্রকাশিত: ১৯ ডিসেম্বর ২০২২ ০৩:২৭

ফাইল ছবি

নিজস্ব প্রতিবেদক:  রাজধানীর ডেমরার সানারপাড়া এলাকায় পাঁচতলা ভবন থেকে পড়ে এক মা ও তার দেড় বছর বয়সী সন্তানের মৃত্যু হয়েছে। আজ রবিবার সংবাদমাধ্যমকে এ তথ্য জানান ডেমরা থানার উপপরিদর্শক (এসআই) অঙ্কন।

নিহতরা হলেন হালিমা খাতুন (২৪) ও তার ছেলে সাদমান (দেড় বছর)।

ডেমরা থানার পরিদর্শক (তদন্ত) ফারুক মোল্লা সংবাদমাধ্যমকে বলেন, পাঁচতলা থেকে সন্তানসহ নিচে পড়ে এক নারী মারা গেছেন বলে খবর পায় পুলিশ। পরে পুলিশ ঘটনাস্থলে যায়। তারা ঘটনাস্থলের আশপাশের লোকজনের সঙ্গে কথা বলে বিষয়টি বোঝার চেষ্টা করছেন।

পুলিশ বলছে, এটি আত্মহত্যা, নাকি হত্যা—তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। তারা বিষয়টি খতিয়ে দেখছে।

বিদেশ বার্তা/ এএএ



আপনার মূল্যবান মতামত দিন: