
নিজস্ব প্রতিবেদক: ঢাকার ধামরাইয়ে শ্রমিকবাহী একটি বাস খাদে পড়ে দুজন নিহত ও ২৫ জন আহত হয়েছেন। আহতরা চিকিৎসাধীন রয়েছেন স্থানীয় কয়েকটি হাসপাতালে।
শনিবার (১৭ ডিসেম্বর) সকালে সাটুরিয়া-বালিয়া আঞ্চলিক সড়কের খাগুরতা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
ধামরাই থানার অফিসার ইনচার্জ (ওসি) আতিকুর রহমান বলেন, প্রতীক সিরামিকের একটি বাস সকালে শ্রমিকদের নিয়ে কারখানায় যাচ্ছিল। হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের খাদে পড়ে যায়। এসময় ঘটনাস্থলেই দুজন নিহত হন। আহত হন অন্তত ২৫ জন। পরে পুলিশ গিয়ে স্থানীয়দের সহযোগিতায় তাদের উদ্ধার করে। তাদের বিস্তারিত পরিচয় এখনো নিশ্চিত হওয়া যায়নি।
বিদেশ বার্তা/ এএএ
আপনার মূল্যবান মতামত দিন: