
নিজস্ব প্রতিবেদক: চাঁপাইনবাবগঞ্জে একটি গরু বোঝাই ট্রাকের সাথে থ্রি-হুইলারের সংঘর্ষে এরফান (৬০) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন। এ ঘটনায় আরও ৭ জন আহত হয়েছেন।
ঘটনাটি ঘটেছে সোমবার সকাল সাড়ে ১০টার দিকে চাঁপাইনবাবগঞ্জ-সোনামসজিদ মহাসড়কের মহারাজপুর লালাপাড়া নামক স্থানে।
নিহত এফানের বাড়ি জেলার শিবগঞ্জ উপজেলার বিনোদপুর ইউনিয়নের কালীগঞ্জ গ্রামে।
সদর মডেল থানার ওসি এ কে এম আলমগীর জাহান জানান, সকাল সাড়ে ১০টার দিকে ১১টি গরু বোঝাই একটি ট্রাকের সাথে থ্রিহুইলার মাহিন্দ্রার মুখোমুখি সংঘর্ষে মাহিন্দ্রার চালকসহ ৮ জন গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে জেলা হাসপাতালে প্রেরণ করলে এদের মধ্যে ৩ জনকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় দুপুরে এরফান নামে একজন মারা যান।
বিদেশ বার্তা/ এএএ
আপনার মূল্যবান মতামত দিন: