
নিজস্ব প্রতিবেদক: ভোলার চরফ্যাশনে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল দুই স্কুলছাত্রের। এ ঘটনায় আরও একজন আহত হয়েছে। শনিবার রাতে চরফ্যাশন-দুলারহাট সড়কের বশরত উল্লাহ চৌমহনীতে এই দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলো-রাশেদ (১৪) ও আরমান (১৬)। আহত ব্যক্তির নাম ইসমাইল (১৫)। সড়ক দুর্ঘটনায় নিহত রাশেদ ও ইসমাইল আমিনাবাদ কচুখালী বিদ্যালয়ে সপ্তম শ্রেণির ও আরমান আমিনাবাদ মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র।
জানা যায়, কচুখালী স্কুলের তিন শিক্ষার্থী মোটরসাইকেল দ্রুত গতিতে চালিয়ে যাওয়ার সময় ট্রলির সাথে ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলে আরমান নিহত হয়। অপর আহত রাশেদ ও ইসমাইলকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শেরে-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর রাশেদ মারা যায়। অপর আরোহী ইসমাইলের অবস্থা আশঙ্কাজনক।
চরফ্যাশন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোরাদ হোসেন জানান, এ ব্যাপারে নিহত পরিবারের থানায় কোনো অভিযোগ না থাকায় লাশ হস্তান্তর করা হয়েছে।
বিদেশ বার্তা/ এএএ
আপনার মূল্যবান মতামত দিন: