ঢাকা | সোমবার, ২৮ এপ্রিল ২০২৫, ১৫ বৈশাখ ১৪৩২ [email protected] +৮৮ ০১৬৮২ ৫৬ ১০ ২৮, +৮৮ ০১৬১১ ০২ ৯৯ ৩৩

গোপালগঞ্জে বাস নিয়ন্ত্রণ হারিয়ে পুলিশসহ ৪ জন নিহত

মো: মনিরুল ইসলাম | প্রকাশিত: ৭ অক্টোবর ২০২২ ২০:৩৮

মো: মনিরুল ইসলাম
প্রকাশিত: ৭ অক্টোবর ২০২২ ২০:৩৮

ছবি : সংগৃহীত

গোপালগঞ্জ থেকে : গোপালগঞ্জ সদরে খুলনা থেকে ছেড়ে আসা চট্টগ্রামগামী দিদার পরিবহনের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে পুলিশ সদস্যসহ ৪ জন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরো ১২ জন।

শুক্রবার (৭ অক্টোবর) ভোরে উপজেলার চন্দ্রদিঘলিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে হতাহতদের পরিচয় জানা যায়নি।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ নাসিরউদ্দিন জানান, চট্টগ্রাম থেকে একটি যাত্রীবাহী বাস খুলনায় যাচ্ছিল। পথে উপজেলার চন্দ্রদিঘলিয়া এলাকায় চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে বাসটি সড়কের পাশে একটি গাছের সঙ্গে ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলেই তিনজন এবং গোপালগঞ্জ সদর হাসপাতালে নেয়ার পর আরও একজনের মৃত্যু হয়। এ সময় আহত হয়েছেন অন্তত ১২ জন। তাদের একই হাসপাতালে ভর্তি করা হয়েছে।



আপনার মূল্যবান মতামত দিন: