
নিজস্ব প্রতিবেদক: পঞ্চগড়ের বোদা উপজেলার করতোয়া নদীতে নৌকাডুবির ঘটনায় নিখোঁজ ৪ ব্যক্তির মধ্যে উপজেলার ময়দানদিঘীর বাসিন্দা হিমেলের (২২) মরদেহ উদ্ধার করেছে দমকলকর্মী ও তার আত্মীয় স্বজনরা। বুধবার (২৮ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৪টায় তার মরদেহ উদ্ধার করা হয়।
এর আগে ঘটনার তৃতীয় দিন অর্থাৎ মঙ্গলবার (২৭ সেপ্টেম্বর) পর্যন্ত ৬৮ জনের মরদেহ উদ্ধার করা হয়। আজ মৃতের সেই সংখ্যা দাঁড়িয়েছে ৬৯ জনে।
এদিকে জেলা প্রশাসনের জরুরি তথ্য কেন্দ্রের সর্বশেষ তথ্যমতে, ৬৯ জনের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এখনো নিখোঁজ রয়েছেন ৩ জন। বিষয়টি নিশ্চিত করেছেন পঞ্চগড়ের অতিরিক্ত জেলা প্রশাসক দীপঙ্কর রায়।
তিনি বলেন, এখন পর্যন্ত ৬৯ জনের মরদেহ উদ্ধার করে তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। নিখোঁজ ৩ জনের উদ্ধারে কাজ চলছে।
এর আগে গত রোববার (২৫ সেপ্টেম্বর) দুপুরে বোদা উপজেলার মাড়েয়া ইউনিয়নের করতোয়া নদীর আড়াইটার ঘাটে বদেশ্বরী মন্দিরে মহালয়া অনুষ্ঠানে যাওয়ার সময় নৌকাডুবির ঘটনা ঘটে। ধারণ ক্ষমতার চেয়ে দ্বিগুণ যাত্রী ওঠায় দুর্ঘটনাটি ঘটে বলে এলাকাবাসী জানান।
বিদেশ বার্তা/ এএএ
আপনার মূল্যবান মতামত দিন: