
নিজস্ব প্রতিবেদক: নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে কাভার্ডভ্যানের ধাক্কায় দেলোয়ার হোসাইন (৩৯) নামে এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন। সোমবার রাতে গোদনাইল বার্মাস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত দেলোয়ার হোসাইন পটুয়াখালী জেলার বাউফল থানার আদাবাড়িয়া এলাকার মো. ইদ্রিস মিয়ার ছেলে। তিনি নাসিক সিদ্ধিরগঞ্জের ১০ নম্বর ওয়ার্ডের গোদনাইল আরামবাগ এলাকায় ভাড়াটিয়া হিসেবে বসবাস করতেন।
সিদ্ধিরগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) মো. বিল্লাল হোসাইন জানান, মোটরসাইকেল দুর্ঘটনায় চালক দেলোয়ার হোসাইন মারা গেছে বলে জেনেছি। স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়েছে। বিস্তারিত জানার চেষ্টা চলছে। আমরা ঘটনাস্থলে আছি।
পুলিশের ধারণা, তিনি কোনো গার্মেন্টসের কর্মকর্তা ছিলেন।
বিদেশ বার্ত্/ এএএ
আপনার মূল্যবান মতামত দিন: