ঢাকা | সোমবার, ২১ এপ্রিল ২০২৫, ৭ বৈশাখ ১৪৩২ [email protected] +৮৮ ০১৬৮২ ৫৬ ১০ ২৮, +৮৮ ০১৬১১ ০২ ৯৯ ৩৩

নেত্রকোনায় ট্রাকের ধাক্কায় দুই মোটরসাইকেল আরোহী নিহত

মো: মনিরুল ইসলাম | প্রকাশিত: ২২ আগস্ট ২০২২ ২৩:৩৮

মো: মনিরুল ইসলাম
প্রকাশিত: ২২ আগস্ট ২০২২ ২৩:৩৮

ফাইল ছবি

নেত্রকোনা প্রতিবেদক : নেত্রকোনার শ্যামগঞ্জ দুর্গাপুর সড়কের পূর্বধলার জারিয়ায় ট্রাকের ধাক্কায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।

সোমবার (২২ আগস্ট) বেলা ১২টার দিকে জারিয়া ব্রিজের নিকট এই দুর্ঘটনাটি ঘটে। এতে ঘটনাস্থলেই দুই আরোহী মারা যান। তবে তাৎক্ষণিক তাদের নাম পরিচয় পাওয়া যায়নি।

পূর্বধলা থানার ওসি মুহাম্মদ সাইফুল ইসলাম বলেন, মোটরসাইকেল আরোহীরা দুর্গাপুর থেকে শ্যামগঞ্জ ময়মনসিংহের দিকে যাচ্ছিল। পেছনে বালুবাহী ট্রাকগুলোও সোমেশ্বরী নদী থেকে বালু বোঝাই করে দুর্গাপুর ছেড়ে আসে।

মোটরসাইকেলের পেছন পেছন আসা সারি সারি কয়েকটি ট্রাক দুর্গাপুর এবং পুর্বধলা সীমানায় জারিয়া ব্রিজের নিকট পৌঁছতেই মোটরসাইকেল ব্রেক ধরতেই পেছনে থাকা ট্রাক ধাক্কা দিলে এ দুর্ঘটনা ঘটে। সাথে সাথে মোটরসাইকেল আরোহীরা নিচে পড়ে গিয়ে চাপা পড়ে।

এ ঘটনায় এলাকবাসী ট্রাক আটক করে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল যাচ্ছে।



আপনার মূল্যবান মতামত দিন: