ঢাকা | রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ৭ বৈশাখ ১৪৩২ [email protected] +৮৮ ০১৬৮২ ৫৬ ১০ ২৮, +৮৮ ০১৬১১ ০২ ৯৯ ৩৩

মোটরসাইকেলের সংঘর্ষে বাবা-ছেলে নিহত

আল আমিন | প্রকাশিত: ১৫ আগস্ট ২০২২ ০৪:১৫

আল আমিন
প্রকাশিত: ১৫ আগস্ট ২০২২ ০৪:১৫

ফাইল ছবি

নিজস্ব প্রতিবেদক: নওগাঁর মহাদেবপুরে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে সড়কে ছিটকে পড়ে বাবা ও ছেলে নিহত হয়েছেন। আহত হয়েছেন তিনজন। শনিবার রাতে উপজেলার শিকারপুর এলাকায় নওগাঁ-রাজশাহী সড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন বাবা রথিন (৩৪) ও ছেলে রাধা কান্ত (৬)। তাদের বাড়ি মান্দা উপজেলার সতিহাট এলাকায়।

গণমাধ্যমকে এ খবর নিশ্চিত করেছেন মহাদেবপুর থানার পুলিশ পরিদর্শক আজম উদ্দিন মাহমুদ।

পুলিশ পরিদর্শক জানান, সন্ধ্যায় মোটরসাইকেলে স্ত্রী ও সন্তান নিয়ে শ্বশুরবাড়ি শিকারপুর থেকে বাড়ি ফিরছিলেন রথিন। পথে বিপরীত দিকে থেকে আসা অপর একটি মোটরসাইকেলের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। তখন সড়কে ছিটকে পড়ে ঘটনাস্থলেই রথিনের মৃত্যু হয়। আহত হন মা ও ছেলে রাধা কান্ত ছাড়া আরও দুজন।

তাদের নওগাঁ সদর হাসপাতালে নেওয়ার পর সেখানে দায়িত্বরত চিকিৎসক শিশু রাধা কান্তকে মৃত ঘোষণা করেন।

বিদেশ বার্তা/ এএএ



আপনার মূল্যবান মতামত দিন: