ঢাকা | সোমবার, ২১ এপ্রিল ২০২৫, ৭ বৈশাখ ১৪৩২ [email protected] +৮৮ ০১৬৮২ ৫৬ ১০ ২৮, +৮৮ ০১৬১১ ০২ ৯৯ ৩৩

শ্যামলীতে ২ ট্রাকের সংঘর্ষে হেলপারসহ নিহত ২

মো: মনিরুল ইসলাম | প্রকাশিত: ১৩ আগস্ট ২০২২ ২১:৪৬

মো: মনিরুল ইসলাম
প্রকাশিত: ১৩ আগস্ট ২০২২ ২১:৪৬

ফাইল ছবি

নিজস্ব প্রতিবেদক : রাজধানীর শ্যামলী এলাকায় ২ ট্রাকের সংঘর্ষে ২জন নিহত হয়েছেন বলে জানা গেছে।

শনিবার (১৩ আগস্ট) ভোরে এই দুর্ঘটনা ঘটে। নিহতদের একজন এক ট্রাকের চালকের সহকারী (হেলপার) রনি (৩৫)। তিনি নাটোরের বড়াইগ্রাম উপজেলার মানিকনগর গ্রামের আবুল কাশেমের ছেলে। অন্যজনের পরিচয় নিশ্চিত হওয়া সম্ভব হয়নি।

দুর্ঘটনার পর গুরুতর আহত অবস্থায় রনিকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক সকাল পৌনে আটটার দিকে তাকে মৃত ঘোষণা করেন। অন্যজনের মরদেহ শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

রনিকে ঢামেকে নিয়ে আসা উজ্জ্বল জানান, শ্যামলী এলাকায় ২ ট্রাকের সংঘর্ষ হলে এক ট্রাকের হেলপার রনি গুরুতর আহত হন। পরে তাকে উদ্ধার করে প্রথমে পঙ্গু হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এরপর তাকে ঢামেক হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য ঢামেক মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে।



আপনার মূল্যবান মতামত দিন: