
নিজস্ব প্রতিবেদক: রাজধানীর যাত্রাবাড়ীতে মোটরসাইকেলের পেছন থেকে ছিটকে পড়ে অন্য একটি বাসের চাপায় মিথিলা আক্তার (১৬) নামে এক কিশোরীর মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার দুপুর ১টার দিকে যাত্রাবাড়ীর সাদ্দাম মার্কেটের সামনে এ দুর্ঘটনাটি ঘটে।
গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক দুপুর ২টার দিকে তাকে মৃত ঘোষণা করেন।
যাত্রাবাড়ী থানার উপ-পরিদর্শক (এসআই) আরিফ বলেন, আমরা খবর পেয়ে সাদ্দাম মার্কেটের সামনে থেকে মিমকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। বাসটি জব্দ করা গেলেও চালক পলাতক রয়েছেন।
বিদেশ বার্তা/ এএএ
আপনার মূল্যবান মতামত দিন: