
নিজস্ব প্রতিবেদক : রাজধানীর শেরেবাংলা নগর থানাধীন বিজয় সরণিতে সড়ক দুর্ঘটনায় মনি বেগম (৪০) নামে এক নারী নিহত হয়েছেন।
বৃহস্পতিবার দিবাগত রাতে স্বজনরা তাকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
শুক্রবার (১৭ জুন) সকালে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (ইন্সপেক্টর) বাচ্চু মিয়া এ তথ্য নিশ্চিত করেছেন।
নিহত মনি বেগমের ছোট বোনের স্বামী সোহাগ হোসেন জানান, মনি বেগম বিজয় সরণি এলাকায় সড়ক দুর্ঘটনায় আহত হলে তাকে সোহরাওয়ার্দী হাসপাতালে নেওয়া হয়।
পরে তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
সোহরাওয়ার্দী হাসপাতালে নিয়ে যাওয়া অটোরিকশা চালকের কাছ থেকে মিনির স্বজনরা জানতে পারেন, বিজয় সরণিতে সড়ক দুর্ঘটনা আহত হওয়ার পরে পথচারীরা তাকে অটোরিকশায় উঠিয়ে হাসপাতালে পাঠান।
আপনার মূল্যবান মতামত দিন: