ঢাকা | মঙ্গলবার, ২২ এপ্রিল ২০২৫, ৯ বৈশাখ ১৪৩২ [email protected] +৮৮ ০১৬৮২ ৫৬ ১০ ২৮, +৮৮ ০১৬১১ ০২ ৯৯ ৩৩

বানিয়াচংয়ে বজ্রপাতে কৃষকসহ নিহত ২

আল আমিন | প্রকাশিত: ৮ জুন ২০২২ ০৬:০৬

আল আমিন
প্রকাশিত: ৮ জুন ২০২২ ০৬:০৬

ফাইল ছবি

নিজস্ব প্রতিবেদক:  হবিগঞ্জের বানিয়াচংয়ে বজ্রপাতে ২ জন নিহত হয়েছেন। মঙ্গলবার দুপুরে উপজেলার দত্তপাড়া ও পশ্চিম দূর্গাপুর গ্রামে এই ঘটনা ঘটে। বজ্রপাতে নিহতরা হল দত্তপাড়া গ্রামের আরকান মিয়ার ছেলে রামিম মিয়া (১৬) পশ্চিম দূর্গাপুর গ্রামের আমীর হোসেন তালুকদারের ছেলে উসমান তালুকদার (২৬)।

স্থানীয় সূত্রে জানা যায়, বজ্রসহ বৃষ্টিপাত হলে বাড়ীর আঙ্গিনায় খেলাধূলাকরার সময় বজ্রাঘাতে আহত হয় রামিম মিয়া। বজ্রপাত শুনেই সে পুকুরে লাফ দিলেও রেয়াই পায়নি সে। স্থানীয় লোকজত তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সে মৃত্যুবরণ করে।

এদিকে বাড়ীর পাশে গরু চড়ানোর সময় বজ্রাঘাতে ঘটনাস্থলেই নিহত হয় উসমান তালুকদার নামে এক কৃষক।

বানিয়াচং প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মলয় কুমার দাশ ঘটনার সত্যতা স্বীকার করে জানান, বজ্রপাতে ২ জনের নিহত হওয়ার ঘটনা ঘটেছে। নিহতদের পরিবারকে সরকারি সহায়তা প্রদান করা হবে।

বিদেশ বার্তা/ এএ



আপনার মূল্যবান মতামত দিন: