ঢাকা | বুধবার, ১৬ এপ্রিল ২০২৫, ৩ বৈশাখ ১৪৩২ [email protected] +৮৮ ০১৬৮২ ৫৬ ১০ ২৮, +৮৮ ০১৬১১ ০২ ৯৯ ৩৩

রূপগঞ্জে সড়ক দুর্ঘটনায় সৌদি আরব যাত্রী নিহত

আল আমিন | প্রকাশিত: ৮ জুন ২০২২ ০৫:১২

আল আমিন
প্রকাশিত: ৮ জুন ২০২২ ০৫:১২

ফাইল ছবি

নিজস্ব প্রতিবেদক:  নারায়ণগঞ্জের রূপগঞ্জে ট্রাক ও প্রাইভেটকারের মধ্যে সংঘর্ষে জহির খান (৩৫) নামে এক বিদেশামী যাত্রী নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন অপর বিদেশগামী যাত্রীসহ আরও দু’জন।

নিহত জহির খান চাঁদপুর জেলার মতলব দক্ষিণ উপজেলার গোবিন্দপুর এলাকার মৃত মুসলিম খানের ছেলে।

মঙ্গলবার দুপুর ২টার দিকে উপজেলার টেংরারটেক এলাকায় গাজীপুর-চট্টগ্রাম এশিয়ান হাইওয়ে সড়কে এ দুর্ঘটনা ঘটে।

দুর্ঘটনায় আহতরা হলেন, নিহত জহিরের শ্যালক কাদির (২০), প্রাইভেটকার চালক রুবেল (২৭) ও ওমানগামী যাত্রী জাহাঙ্গীর।

হাইওয়ে পুলিশের সার্জেন্ট মজিবুর জানান, মঙ্গলবার দুপুরে টেংরারটেকের গাজীপুর-চট্টগ্রাম এশিয়ান হাইওয়ে সড়কে প্রাইভেটকার ও ট্রাকের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এ ঘটনায় একজন নিহত হয়েছেন। এছাড়াও আহত হয়েছেন আরও তিন জন। এ ঘটনায় ঘাতক ট্রাকটি পালিয়ে গেছে।

পুলিশ আরও জানায়, প্রাইভেটকারে জহির নামে একজন সৌদি আরব যাত্রী ও জাহাঙ্গীর নামে আরও একজন ওমানের যাত্রী ছিলেন। তারা বিদেশ যাওয়ার উদ্দেশে বাড়ি থেকে বের হন। পথিমধ্যে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারায় জহির।

বিদেশ বার্তা/ এএএ



আপনার মূল্যবান মতামত দিন: