
আন্তর্জাতিক ডেস্ক: জাপানে সোমবার ৬.১ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। স্থানীয় কর্মকর্তারা জানিয়েছেন, ভূমিকম্পে রাজধানী টোকিও এবং অন্যান্য শহরগুলো কেঁপে উঠে। তবে ভূমিকম্পের পর কোনো সুনামি সতর্কতা জারি করা হয়নি। খবর এএফপির।
জাপানের আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, স্থানীয় সময় বিকাল ৫.০৯ মিনিটে মিয়ে নামক স্থানে ভূপৃষ্ঠের ৩৫০ কিলোমিটার গভীরে ভূমিকম্পটি আঘাত হানে।
জাপানের সংবাদসংস্থা এনএইচকে জানিয়েছে, এ কম্পনে কেউ হতাহত বা কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। এছাড়া ফুকুশিমা পরমাণু কেন্দ্রে অস্বাভাবিক কোনো কিছু পরিলক্ষিত হয়নি।
বিদেশ বার্তা/ এএএ
আপনার মূল্যবান মতামত দিন: