ঢাকা | শনিবার, ১৯ এপ্রিল ২০২৫, ৬ বৈশাখ ১৪৩২ [email protected] +৮৮ ০১৬৮২ ৫৬ ১০ ২৮, +৮৮ ০১৬১১ ০২ ৯৯ ৩৩

ভারি বৃষ্টিতে ভারতে ৬ জনের মৃত্যু

আল আমিন | প্রকাশিত: ২৬ জুন ২০২৩ ২৩:৪৫

আল আমিন
প্রকাশিত: ২৬ জুন ২০২৩ ২৩:৪৫

ফাইল ছবি

নিজস্ব প্রতিবেদক: ভারতের হিমাচল প্রদেশে ভারি বৃষ্টিপাতে ৬ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরও ১০ জন। বৃষ্টিতে রাজ্যের বিভিন্ন জায়গায় ভূমিধস ও আকস্মিক বন্যার সৃষ্টি হয়েছে।

ভারতীয় বার্তা সংস্থা এএনআইয়ের এক প্রতিবেদনে হতাহতের তথ্য নিশ্চিত করা হয়েছে।

রাজ্যের বিপর্যয় মোকাবিলা বাহিনীর প্রিন্সিপাল সেক্রেটারি ওঙ্কার চাঁদ শর্মা বলেন, টানা বৃষ্টিতে ৬ জনের মৃত্যু ও ১০ জন আহত হয়েছেন। ৩০৩টি গবাদি পশুর মৃত্যু হয়েছে। বৃষ্টিতে এখনও পর্যন্ত তিন কোটি রুপির ক্ষতি হয়েছে। ক্ষতিগ্রস্ত হয়েছে ১২৪টি রাস্তা।

এদিকে হিমাচলের বিভিন্ন এলাকায় ধস নামায় রোববার সন্ধ্যা থেকে মান্ডি ও কুলুর মধ্যে সংযোগকারী জাতীয় সড়কে তীব্র যানজট সৃষ্টি হয়েছে। এতে চরম ভোগান্তিতে পড়েছেন পর্যটকরা।

১৫ কিমি রাস্তাজুড়ে যানজটে আটকা পড়েছেন অন্তত ২০০ জন। তাদের মধ্যে অধিকাংশই পর্যটক। আশপাশে কোনো হোটেলে রুম খালি নেই। ফলে চরম দুর্ভোগে পড়েছেন তারা।

 

বিদেশ বার্তা/ এএএ



আপনার মূল্যবান মতামত দিন: