ঢাকা | শনিবার, ১৯ এপ্রিল ২০২৫, ৬ বৈশাখ ১৪৩২ [email protected] +৮৮ ০১৬৮২ ৫৬ ১০ ২৮, +৮৮ ০১৬১১ ০২ ৯৯ ৩৩

ভারতে ২,০০০ রুপির নোট বাতিল

মো: মনিরুল ইসলাম | প্রকাশিত: ২২ মে ২০২৩ ১৩:৫৭

মো: মনিরুল ইসলাম
প্রকাশিত: ২২ মে ২০২৩ ১৩:৫৭

ছবি সংগৃহীত

আন্তর্জাতিক ডেস্ক : সম্প্রতি ভারতে দুই হাজার রুপির ব্যাংক নোট বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই ঘোষণার পর থেকে স্বর্ণ কিনতে ভিড় করছেন অনেকেই। ব্যাংকে লাইন দিয়ে দাঁড়িয়ে নোট বদল করা সহজ হবে না বলে নোট বদলের বিপরীতে ভারতের এই মানুষেরা স্বর্ণ কিনতে হুমড়ি খেয়ে পড়েছেন। বিশেষ করে মজুতদারেরা এই কাজ করছেন।

ইকোনমিক টাইমসের খবরে বলা হচ্ছে, যারা সোনা ক্রয় করতে যাচ্ছে, তাদের কাছে থেকে অতিরিক্ত টাকা নেওয়া হচ্ছে। শনিবার (২০ মে) বিকেলে মুম্বাইয়ে সোনার অনানুষ্ঠানিক বাজারে দুই হাজার রুপির নোট ব্যবহার করে ১০ গ্রাম স্বর্ণ কিনতে ব্যয় হচ্ছে ৬৭ হাজার রুপি। যদিও জিএসটিসহ স্বর্ণের আনুষ্ঠানিক দর ৬৩ হাজার ৮০০ রুপি।

বাড়তি অর্থ ক্রেতাদের কাছ থেকে নেওয়া হচ্ছে প্রিমিয়াম হিসেবে। কিছু মানুষ যেন নোট বদলের ঘোষণার পর এমনিতেই জুয়েলারির দোকানে ভিড় করতে শুরু করেছেন। ঘোষণা আসার পরই স্বর্ণের প্রিমিয়াম বেড়ে গেছে। তবে তা আগামী কয়েক দিনের মধ্যে তা কমে যাবে বলে ধারণা করা হচ্ছে।

ইকোনমিক টাইমসের খবরে বলা হয়েছে, ২০০০ রুপির এসব নোট ব্যাংকে জমা দিয়ে করের আওতায় আসাকে মানুষ সমাধান হিসেবে দেখছে না। তবে এখানে সুযোগ হলো মন্দিরসহ ধর্মীয় প্রতিষ্ঠানগুলোয় অনুদান দেওয়া। কারণ, এসব প্রতিষ্ঠান অনামা সূত্র থেকে অনুদান নিতে পারে। ফলে ওই সব প্রতিষ্ঠানে অনুদান দিয়ে অনেকে ছোট অঙ্কের নোট বদলে নিতে পারেন।



আপনার মূল্যবান মতামত দিন: