ঢাকা | সোমবার, ২১ এপ্রিল ২০২৫, ৭ বৈশাখ ১৪৩২ [email protected] +৮৮ ০১৬৮২ ৫৬ ১০ ২৮, +৮৮ ০১৬১১ ০২ ৯৯ ৩৩

কাশ্মীরে মাইক্রোবাস খাদে পড়ে নিহত ৯

মো: মনিরুল ইসলাম | প্রকাশিত: ১ এপ্রিল ২০২২ ২২:৪০

মো: মনিরুল ইসলাম
প্রকাশিত: ১ এপ্রিল ২০২২ ২২:৪০

ছবি: সংগৃহীত

আন্তর্জাতিক ডেস্ক : ভারতশাসিত জম্মু-কাশ্মীরে একটি মাইক্রোবাস খাদে পড়ে কমপক্ষে ৯ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো ৭ জন। খবর এনডিটিভ ‘র।

বৃহস্পতিবার সন্ধ্যায় কাশ্মীরের পুঞ্চ জেলার বাফলিয়াজ এলাকায় গাড়িটি খাদে পড়ে গেলে এ হতাহতের এ ঘটনা ঘটে।

স্থানীয় সংবাদমাধ্যম জানিয়েছে, কাশ্মীরের পুঞ্চ জেলার তারারাওয়ালি বাফলিয়াজের দুর্গম এলাকা দিয়ে যাওয়ার সময় গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে পড়ে ৩০০ ফুট গভীর খাদে পড়ে যায়। এতেই ওই হতাহতের ঘটনা ঘটে।

পুলিশ জানায়, দুর্ঘটনার পর ঘটনাস্থলেই ছয়জন নিহত হন। পরে হাসপাতালে মারা যান আরো ৩ জন। গাড়িচালকসহ আহতদের অবস্থা আশঙ্কাজনক।



আপনার মূল্যবান মতামত দিন: