ঢাকা | শনিবার, ১৯ এপ্রিল ২০২৫, ৬ বৈশাখ ১৪৩২ [email protected] +৮৮ ০১৬৮২ ৫৬ ১০ ২৮, +৮৮ ০১৬১১ ০২ ৯৯ ৩৩

অনিশ্চয়তার মুখে রাহুল গান্ধীর রাজনৈতিক ক্যারিয়ার

আল আমিন | প্রকাশিত: ২৪ মার্চ ২০২৩ ২৩:৫৪

আল আমিন
প্রকাশিত: ২৪ মার্চ ২০২৩ ২৩:৫৪

ফাইল ছবি

আন্তর্জাতিক ডেস্ক : অনিশ্চয়তার মুখে পড়েছে ভারতের কংগ্রেস নেতা রাহুল গান্ধীর রাজনৈতিক ক্যারিয়ার। কারণ দেশটির প্রধানমন্ত্রীকে নিয়ে মন্তব্য করে মানহানি মামলায় দুই বছরের সাজাপ্রাপ্ত হয়েছেন রাহুল। আর এ জন্য এরইমধ্যে এমপি পদে তাকে অযোগ্য ঘোষণা করা হয়েছে।

মোদি রাজ্য গুজরাটের স্থানীয় আদালত রাহুলকে দোষী সাবস্ত্য করে এই সাজা দেয়। যদিও বর্তমানে জামিনে মুক্ত অবস্থাতেই আছেন রাহুল।

আর আইনি লড়াইয়ের প্রক্রিয়াও এখনও অনেকটা বাকি। তবে এই রায়কে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত বলেই দাবি করছে রাহুলের দল কংগ্রেস।

এই রায়ের বিরুদ্ধে আইনি ব্যবস্থা ছাড়াও আন্দোলনের পথে হাঁটার হুঁশিয়ারি দিয়েছে কংগ্রেস নেতারা।

ভারতের সুপ্রিম কোর্টের ২০১৩ সালে দেওয়া এক আদেশ বলছে, কোনো সংসদ সদস্য ২ বছর বা তার চেয়ে বেশি সাজাপ্রাপ্ত হলে তিনি পদ হারাবেন।

সংসদ সদস্য পদ বাতিল হওয়ায় এই রায় বাতিল না হওয়া পর্যন্ত রাহুল গান্ধী আর নির্বাচনেও অংশ নিতে পারবেন না। তাই সামনের বছর নির্বাচনে রাহুলের অংশ নেওয়া নিয়েও সংশয় দেখা দিয়েছে।

সূত্র: বিবিসি

বিদেশ বার্তা/ এএএ



আপনার মূল্যবান মতামত দিন: