
আন্তর্জাতিক ডেস্ক : রেললাইনের ওপর দাঁড়িয়ে ভিডিও করার সময় ট্রেনের ধাক্কায় প্রাণ গেছে দুই বন্ধুর। ভারতের দিল্লির কান্তিনগরের সহদরা এলাকায় এ ঘটনা ঘটেছে। খবর টাইমস অব ইন্ডিয়ার।
নিহত দুই বন্ধুর নাম বংশ শর্মা (২৩) ও মনু (২০)।
চলন্ত ট্রেনের সামনে গত বুধবার ভিডিও বানানোর লক্ষ্যে কান্তিনগর উড়ালপুলের নিচে রেললাইনের পাশে দাঁড়িয়েছিলেন দুই বন্ধু। তখন একটি ট্রেন আসছিল। দুই বন্ধু রেললাইনের পাশে দাঁড়িয়ে ভিডিও বানানো শুরু করেন। তবে ট্রেনটি দ্রুত কাছে চলে আসায় আর সরতে পারেননি তারা। ট্রেনের ধাক্কায় দুইজন ছিটকে পড়ে প্রাণ হারান।
পরে তাদের মরদেহ জিটিবি হাসপাতালের মর্গে নিয়ে যাওয়া হয়।
পুলিশ জানায়, ট্রেনের ধাক্কায় প্রাণ হারানো বংশ শর্মা ইঞ্জিনিয়ারিংয়ে তৃতীয় বর্ষের ছাত্র। আর মনু একটি দোকানে সেলসম্যান হিসেবে কাজ করতেন। দুজনেই কান্তি নগর এক্সটেনশনের বাসিন্দা।
বিদেশ বার্তা/ এএএ
আপনার মূল্যবান মতামত দিন: