ঢাকা | রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ৭ বৈশাখ ১৪৩২ [email protected] +৮৮ ০১৬৮২ ৫৬ ১০ ২৮, +৮৮ ০১৬১১ ০২ ৯৯ ৩৩

ভারতে ৪.৩ মাত্রার ভূমিকম্প

মো: মনিরুল ইসলাম | প্রকাশিত: ১৪ ফেব্রুয়ারি ২০২৩ ০১:৪৪

মো: মনিরুল ইসলাম
প্রকাশিত: ১৪ ফেব্রুয়ারি ২০২৩ ০১:৪৪

ছবি : সংগৃহীত

বিদেশবার্তা ডেস্ক : বাংলাদেশের প্রতিবেশী দেশ ভারতে সোমবার (১৩ ফেব্রুয়ারি) ভোর রাতে ভূমিকম্প অনুভূত হয়েছে। দেশটির ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি (এনসিএস) জানিয়েছে, রিখটার স্কেলে ভূমিকম্পটির মাত্রা ছিল ৪ দশমিক ৩।

এনডিটিভি এক প্রতিবেদনে জানিয়েছে, ভূমিকম্পটি ভারতের সিকিমের ইয়োকসম শহরে আঘাত হেনেছে। স্থানীয় সময় ভোর রাত ৪টা ১৫ মিনিটে আঘাত হানে ভূমিকম্পটি। এর গভীরতা ছিল ১০ কিলোমিটার। ভূমিকম্পটির কেন্দ্র ছিল ইয়োকসমের ৭০ কিলোমিটার উত্তর-পশ্চিম।

এক টুইট বার্তায় এনসিএস জানিয়েছে, সোমবার (১৩ ফেব্রুয়ারি) ভারতীয় সময় রাত ৪টা ১৫ মিনিট ৪ সেকেন্ডে ৪ দশমিক ৩ মাত্রার ওই ভূমিকম্পটি আঘাত করে। এটি ভারতের সিকিমের ইয়োকসম শহরের ৭০ কিলোমিটর উত্তর-পশ্চিমে আঘাত হানে। ভূমিকম্পটির গভীরতা ছিল ১০ কিলোমিটার।

প্রসঙ্গত, গত ৬ ফেব্রুয়ারি তুরস্কে ৭ দশমিক ৮ মাত্রার শক্তিশালী একটি ভূমিকম্প আঘাত হানে। ওই ভূমিকম্পটি স্থানীয় সময় ভোর রাত ৪টা ১৭ মিনিটে আঘাত হেনেছিল। শক্তিশালী এই ভূমিকম্পে তুরস্ক ও সিরিয়া এ পর্যন্ত ৩৪ হাজারের বেশি মানুষের মৃত্যু হয়েছে।



আপনার মূল্যবান মতামত দিন: