ঢাকা | রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ৭ বৈশাখ ১৪৩২ [email protected] +৮৮ ০১৬৮২ ৫৬ ১০ ২৮, +৮৮ ০১৬১১ ০২ ৯৯ ৩৩

ভারতে বহুতল ভবনে আগুন, নিহত ১৪

আল আমিন | প্রকাশিত: ২ ফেব্রুয়ারি ২০২৩ ০১:৩৩

আল আমিন
প্রকাশিত: ২ ফেব্রুয়ারি ২০২৩ ০১:৩৩

ফাইল ছবি

আন্তর্জাতিক ডেস্ক :  ভারতের পূর্বাঞ্চলের ধনবাদে একটি বহুতল ভবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুনে ১৪ জনের মৃত্যু হয়েছেন। এদের মধ্যে দুই শিশুও রয়েছে।

এদিকে আগুনে অন্তত আরও ১৫ জন আহত হয়েছেন। ভবনটিতে এখনও অনেক মানুষ আটকে আছেন বলে আশঙ্কা করছে কর্তৃপক্ষ।

স্থানীয় সময় মঙ্গলবার (৩১ জানুয়ারি) রাতে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। কীভাবে এই আগুন লেগেছে, তা এখনও জানা যায়নি।

ভারতীয় গণমাধ্যমগুলো থেকে জানা গেছে, আগুন লাগা ওই বহুতল ভবনটির নাম ‘আশীর্বাদ অ্যাপার্টমেন্ট’।

ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এ ঘটনায় দুঃখ প্রকাশ করে একটি টুইট করেছেন। তিনি লিখেছেন, ‘ধনবাদে অগ্নিকাণ্ডে প্রাণহানীর ঘটনায় আমি শোকার্ত। যারা প্রিয়জনকে হারিয়েছেন তাদের প্রতি সমবেদনা জানাই। আহতরা দ্রুত সেরে ওঠবেন এ প্রত্যাশা করি।’

এদিকে এ ঘটনায় নিহতদের প্রতি শোক জানিয়েছেন ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন। এক টুইট বার্তায় তিনি জানান, যুদ্ধকালীন তৎপরতায় উদ্ধারকাজ চালাচ্ছে জেলা প্রশাসন। আহতদের হাসপাতালে নেওয়া হচ্ছে।

বিদেশ বার্তা/ এএএ



আপনার মূল্যবান মতামত দিন: