
নিজস্ব প্রতিবেদক: ভারতের বিহারে ধর্মীয় শোভাযাত্রায় দ্রুতগামী ট্রাকের ধাক্কায় প্রাণ হারালেন কমপক্ষে ১২ জন। রোববার (২০ নভেম্বর) রাতের ঐ দুর্ঘটনায় নিহতদের বেশিরভাগ নারী ও শিশু। এক প্রতিবেদনে এমন তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডে।
কর্মকর্তারা জানান, বৈশালী জেলায় রাত ৯টার দিকে ধর্মীয় শোভাযাত্রাটি স্থানীয় ‘ভূমি বাবা’ দেবতার কাছে প্রার্থনার জন্য আয়োজন করা হয়। এসময় তারা একটি গাছের সামনে থামলে ট্রাক এসে চাপা দেয়। প্রাথমিকভাবে বলা হচ্ছে, ত্রুটি থাকার কারণেই এ দুর্ঘটনা। ট্রাক চালককে আটকের পর চলছে জিজ্ঞাসাবাদ।
দুর্ঘটনায় টুইটারে শোক জানিয়ে নিহতের প্রত্যেক পরিবারকে ২ লাখ রুপি সহায়তার ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। আহতদের দেওয়া হবে ৫০ হাজার রুপি।
এ ঘটনায় মোদির পাশাপাশি শোক প্রকাশ করেছেন ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু।
বিদেশ বার্তা/ এএএ
আপনার মূল্যবান মতামত দিন: