ঢাকা | রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ৭ বৈশাখ ১৪৩২ [email protected] +৮৮ ০১৬৮২ ৫৬ ১০ ২৮, +৮৮ ০১৬১১ ০২ ৯৯ ৩৩

পশ্চিমবঙ্গে সড়ক দুর্ঘটনায় শিশুসহ ৫ জন নিহত

আল আমিন | প্রকাশিত: ২৮ অক্টোবর ২০২২ ২০:৩৫

আল আমিন
প্রকাশিত: ২৮ অক্টোবর ২০২২ ২০:৩৫

ফাইল ছবি

আন্তর্জাতিক ডেস্ক: ভারতের পশ্চিমবঙ্গের নদিয়ার নাকাশিপাড়ায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় অন্তত পাঁচজনের প্রাণহানি ঘটেছে। আজ শুক্রবার সকালে একটি লরির সঙ্গে গাড়ির সংঘর্ষে এক শিশুসহ পাঁচ জনের মৃত্যু হয়।

স্থানীয়রা বলছেন, দুর্ঘটনা কবলিত গাড়িটি রায়গঞ্জ থেকে কলকাতার দিকে যাচ্ছিল। নাকাশিপাড়ায় ৩৪ নম্বর জাতীয় সড়কের টোল প্লাজার কাছে সামনের দিক থেকে আসা একটি লরির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয় ওই গাড়িটির।

দুর্ঘটনার কারণে পাঁচ যাত্রী ঘটনাস্থলেই মারা যায়। মরদেহ এরই মধ্যে গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।
দুর্ঘটনার কারণ এখনো অজানা। তবে স্থানীয়রা বলছেন, জাতীয় ওই সড়কে কাজ চলছিল। কাজ থমকে থাকায় ‘সিঙ্গেল লেন’ দিয়েই গাড়ি চলাচল করছিল। আর সে কারণেই এই দুর্ঘটনা ঘটেছে বলে প্রাথমিক ধারণা।

ঘটনার কিছুক্ষণের মধ্যেই উদ্ধারকারী দলকে খবর দেওয়া হয়। দুর্ঘটনাকবলিত গাড়িটিকে তুলে আনা হয়েছে।
সূত্র: আনন্দবাজার।

বিদেশ বার্তা/ এএএ



আপনার মূল্যবান মতামত দিন: