ঢাকা | রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ৭ বৈশাখ ১৪৩২ [email protected] +৮৮ ০১৬৮২ ৫৬ ১০ ২৮, +৮৮ ০১৬১১ ০২ ৯৯ ৩৩

কংগ্রেস সভাপতি হলেন মল্লিকার্জুন খাড়গে

আল আমিন | প্রকাশিত: ২০ অক্টোবর ২০২২ ০১:৫৪

আল আমিন
প্রকাশিত: ২০ অক্টোবর ২০২২ ০১:৫৪

ফাইল ছবি

আন্তর্জাতিক ডেস্ক: ভারতের প্রধান বিরোধী দল কংগ্রেসের সভাপতি পদে নির্বাচনে জিতেছেন মল্লিকার্জুন খাড়গে।

কংগ্রেসের সেন্ট্রাল ইলেকশন অথরিটি (সিইএ) জানিয়েছে, দেশটিতে মোট ভোটগ্রহণ কেন্দ্র ছিল ৩৬টি। বুথের সংখ্যা ছিল ৬৭টি।

‘ভারত জোড়ো’ যাত্রার কারণে কর্নাটকের বল্লারির সাঙ্গানাকাল্লুর শিবির থেকে ভোট দেন রাহুল গান্ধী। তার সঙ্গে ভোট দেন যাত্রায় অংশ নেওয়া প্রায় ৫০ জন ‘ভারত যাত্রী’।

গোপন ব্যালটে হয়েছে ভোটগ্রহণ। এই প্রথম ভোটদাতাদের কিউআর কোডসহ পরিচয় পত্র দেয় সিইএ। পরিচয়পত্র ছাড়া ভোট দেওয়া যায়নি। ভোট গ্রহণের জন্য ৯৪৩ জন রিটার্নিং অফিসার নিয়োগ করেছে কংগ্রেস।

১৯৯৮ সালের পর এই প্রথম কংগ্রেসের সভাপতি পদে গান্ধী পরিবারের বাইরের কেউ বসতে চলেছেন। এবার লড়াই মল্লিকার্জুন খাড়গে এবং শশী থারুরের মধ্যে হলো।

এনডিটিভি জানিয়েছে, মল্লিকার্জুন খাড়গে পেয়েছেন সাত হাজার ৮৯৭ ভোট এবং শশী থারুর পেয়েছেন ১০৭২ ভোট। এরই মধ্যে পরাজয় মেনে নিয়েছেন শশী থারুর।

২০ বছরের বেশি সময় পর গান্ধী পরিবারের বাইরে কেউ এবার কংগ্রেসের সভাপতি হলেন।

সূত্র: এনডিটিভি।

বিদেশ বার্তা/ এএএ



আপনার মূল্যবান মতামত দিন: