
আন্তর্জাতিক ডেস্ক: ভারতের রাজধানী দিল্লি নারীদের জন্য অনিরাপদ মহানগরীর শীর্ষে। দেশটির ১৯টি মহানগরীর মধ্যে দিল্লিতেই দিল্লিতেই নারীদের বিরুদ্ধে অপরাধ সংঘটিত হওয়ার হার বেশি। গড়ে দিল্লিতে প্রদিতিন ৩ টি ধর্ষণের ঘটনা ঘটে।
ভারতের জাতীয় অপরাধ রেকর্ড ব্যুরোর (এনআরসিবি) এক প্রতিবেদনেই এই তথ্য উঠে এসেছে।
এ নিয়ে টানা তিন বছর নারীর জন্য অনিরাপদ শহরের তালিকায় থাকল দিল্লি। ২০২১ সালে দিল্লিতে নারীর বিরুদ্ধে অপরাধের হার বেড়েছে ৪০ শতাংশ। ১২২৬টি ধর্ষণের ঘটনা ঘটেছে ওই বছর আর যৌতুকের কারণে হত্যার শিকার হয়েছে ১৩৬ নারী।
এনসিআরবির তথ্য অনুযায়ী, নারীদের বিরুদ্ধে সংঘটিত অপরাধে ১৯টি মহানগরীতে হওয়া মোট মামলার ৩২ দশমিক ২০ শতাংশই দিল্লিতে নথিবদ্ধ হয়েছে। এসব মহানগরে গত বছর এ ধরনের মোট মামলা হয়েছে ৪৩ হাজার ৪১৪।
দিল্লি পুলিশের দাবি, নারীর বিরুদ্ধে অপরাধ সংঘটিত করার ৯৫ শতাংশ ক্ষেত্রেই তার স্বজনরা দায়ী।
বিদেশ বার্তা/ এএএ
আপনার মূল্যবান মতামত দিন: