ঢাকা | রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ৭ বৈশাখ ১৪৩২ [email protected] +৮৮ ০১৬৮২ ৫৬ ১০ ২৮, +৮৮ ০১৬১১ ০২ ৯৯ ৩৩

দিল্লিতে ৩ স্কুলছাত্রীকে অজ্ঞান করে ধর্ষণ, আটক ৪

আল আমিন | প্রকাশিত: ১২ আগস্ট ২০২২ ২০:১২

আল আমিন
প্রকাশিত: ১২ আগস্ট ২০২২ ২০:১২

ফাইল ছবি

আন্তর্জাতিক ডেস্ক: ভারতের দিল্লির রোহিণী এলাকায় তিন ছাত্রীকে অপহরণের পর পানীয়ের সঙ্গে ঘুমের ওষুধ মিশিয়ে অজ্ঞান করে ধর্ষণের অভিযোগ উঠেছে।

চাঞ্চল্যকর এ ঘটনায় দুই নারীসহ চারজনকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতরা হলো লাল শর্মা, সন্দীপ, রুকসানা ও জ্যোতিকে।

দিল্লি পুলিশ সূত্র জানিয়েছে, গত ৬ আগস্ট মসজিদ মঠ এলাকার এক বাসিন্দা ডিফেন্স কলোনি থানায় গিয়ে অভিযোগ করেন যে, তার মেয়ে স্কুলে গিয়ে আর বাড়ি ফেরেনি। তদন্তে নেমে পুলিশ জানতে পারে সেদিন ওই ছাত্রী স্কুলেই যায়নি। একই দিনে আরও দুই ছাত্রীর খোঁজ পাওয়া যায়নি। এরপরই তদন্ত জোরদার করে পুলিশ।

নিখোঁজ ছাত্রীদের পরিবার ও সহপাঠীদের জিজ্ঞাসাবাদ এবং সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হয়। পরে কারোল বাগ এলাকায় নিখোঁজ ছাত্রীদের সন্ধান পাওয়া যায়।

ছাত্রীরা জানায়, তাদের বন্দি করে রেখে ধর্ষণ করা হয়েছে। কোনওভাবে পালিয়ে এসেছে তারা। পরে ঘটনাস্থলে গিয়ে পুলিশ মানবপাচার চক্রের হদিস পায়।

সূত্র : আনন্দবাজার পত্রিকা।

 

বিদেশ বার্তা/ এএএ



আপনার মূল্যবান মতামত দিন: