ঢাকা | সোমবার, ২১ এপ্রিল ২০২৫, ৭ বৈশাখ ১৪৩২ [email protected] +৮৮ ০১৬৮২ ৫৬ ১০ ২৮, +৮৮ ০১৬১১ ০২ ৯৯ ৩৩

পশ্চিমবঙ্গে বিদ্যুৎস্পৃষ্টে ১০ পুণ্যার্থীর মৃত্যু

আল আমিন | প্রকাশিত: ১ আগস্ট ২০২২ ২১:০২

আল আমিন
প্রকাশিত: ১ আগস্ট ২০২২ ২১:০২

ফাইল ছবি

আন্তর্জাতিক ডেস্ক:  পশ্চিমবঙ্গের কোচবিহার জেলার মেখলিগঞ্জের চ্যাংড়াবান্ধাতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ১০ জন পুণ্যার্থীর মৃত্যু হয়েছে। রবিবার দিবাগত গভীর রাতে চ্যাংড়াবান্ধা ধরলা সেতুর পাড়ে গাড়িতে থাকা জেনারেটর শর্ট সার্কিট থেকে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তাদের মৃত্যু হয়।

মাথাভাঙার অতিরিক্ত পুলিশ সুপার অমিত বর্মা জানান, কোচবিহারের শীতলকুচি থেকে ২৭ জনের একটি পুণ্যার্থীদল পিকআপে করে জলপাইগুড়ির জল্পেশের শিব মন্দিরে যাচ্ছিলেন। গাড়িতে ডিজেও চলছিল। গাড়িটি চ্যাংড়াবান্ধার ধরলা নদীর সেতু পার হওয়ার পর এই ঘটনা ঘটে। তাদের চ্যাংড়াবান্ধা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক ১০ জনকে মৃত ঘোষণা করেন।গাড়ির জেনারেটর থেকে শর্ট সার্কিট হয়েছে বলে প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে

বিদেশ বার্তা/ এএএ



আপনার মূল্যবান মতামত দিন: