ঢাকা | রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ৭ বৈশাখ ১৪৩২ [email protected] +৮৮ ০১৬৮২ ৫৬ ১০ ২৮, +৮৮ ০১৬১১ ০২ ৯৯ ৩৩

ভারতে বজ্রপাতে ২০ জন নিহত

আল আমিন | প্রকাশিত: ২৮ জুলাই ২০২২ ০২:৫৫

আল আমিন
প্রকাশিত: ২৮ জুলাই ২০২২ ০২:৫৫

ফাইল ছবি

আন্তর্জাতিক ডেস্ক ভারতের বিহার রাজ্যের আট জেলায় ২৪ ঘণ্টায় বজ্রপাতে ২০ জন নিহত হয়েছে। আজ বুধবার ও আগামী বৃহস্পতিবার রাজ্যটিতে আরও বজ্রঝড়ের শঙ্কা আছে বলে পূর্বাভাস দিয়েছে দেশটির আবহাওয়া দপ্তর।

বিহারের মুখ্যমন্ত্রী নিতিশ কুমার, বজ্রপাতের ঝুঁকি এড়াতে রাজ্যে দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষের নির্দেশনা মেনে চলার আহ্বান জানিয়েছেন।

গতকাল মঙ্গলবার মুখ্যমন্ত্রী বজ্রপাতে নিহতদের পরিবারের জন্য ৪০ হাজার রুপি ক্ষতিপূরণ দেওয়ার ঘোষণা দিয়েছেন।

প্রতি বছর ভারতে বর্ষা মৌসুমে বজ্রপাতে শত শত মানুষ মারা যায়। এই উচ্চ সংখ্যক মৃত্যুর জন্য দায়ী কারণগুলোর মধ্যে একটি হলো বিশ্বের অন্যান্য দেশের তুলনায় ভারতে বাহিরে (খোলা আকাশের নিচে) কাজ করেন বিপুল সংখ্যক মানুষ।

সূত্র: বিবিসি

বিদেশ বার্তা/ এএএ



আপনার মূল্যবান মতামত দিন: