ঢাকা | রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ৭ বৈশাখ ১৪৩২ [email protected] +৮৮ ০১৬৮২ ৫৬ ১০ ২৮, +৮৮ ০১৬১১ ০২ ৯৯ ৩৩

ভারতে দৈনিক সংক্রমণের হার ১৮ হাজারের বেশি

আল আমিন | প্রকাশিত: ১১ জুলাই ২০২২ ১০:২৯

আল আমিন
প্রকাশিত: ১১ জুলাই ২০২২ ১০:২৯

ফাইল ছবি

আন্তর্জাতিক ডেস্ক: ভারতে অব্যাহত রয়েছে করোনা ভাইরাসের সংক্রমণ। টানা চারদিন ভারতে দৈনিক সংক্রমণ ১৮ হাজারের বেশি। চিন্তায় ফেলছে করোনা ভাইরাসের নতুন ভ্যারিয়েন্টও। পাল্লা দিয়ে বৃদ্ধি পাচ্ছে অ্যাকটিভ কেস।

রবিবার স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের দেওয়া তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে করোনা আক্রান্ত হয়েছেন ১৮ হাজার ২৫৭ জন। গতকালের তুলনায় যা সামান্য কম। তবে গত কয়েকদিনের মতো এদিনও লাফিয়ে বাড়ল অ্যাকটিভ কেস।

বর্তমানে ভারতে সক্রিয় রোগী বেড়ে হয়েছে ১ লাখ ২৮ হাজার ৬৯০। গোটা ভারতে অ্যাকটিভ কেসের হার বেড়ে ০.৩০ শতাংশ। এছাড়া ভারতে একদিনে করোনায় প্রাণ হারিয়েছেন ৪২ জন। ভারতে এখন পর্যন্ত কোভিডে মোট মৃতের সংখ্যা ৫ লাখ ২৫ হাজার ৪২৮।

এখন পর্যন্ত ভারতে ৪ কোটি ২৯ লাখ ৬৮ হাজার ৫৩৩ জন করোনা থেকে মুক্ত হয়েছেন। যার মধ্যে গত ২৪ ঘণ্টায় করোনা থেকে সেরে উঠেছেন ১৪ হাজার ৫৫৩ জন। সুস্থতার হার ৯৮.৫০ শতাংশ।

বিদেশ বার্তা/ এএএ



আপনার মূল্যবান মতামত দিন: