ঢাকা | রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ৭ বৈশাখ ১৪৩২ [email protected] +৮৮ ০১৬৮২ ৫৬ ১০ ২৮, +৮৮ ০১৬১১ ০২ ৯৯ ৩৩

ভারতে বন্যা-ভূমিধসে ৩১ জনের মৃত্যু

আল আমিন | প্রকাশিত: ১৯ জুন ২০২২ ০৬:৩৯

আল আমিন
প্রকাশিত: ১৯ জুন ২০২২ ০৬:৩৯

ফাইল ছবি

নিজস্ব প্রতিবেদক: ভারতের আসাম ও মেঘালয়ে গত দুই দিনে বন্যা ও ভূমিধসে ৩১ জনের মৃত্যু হয়েছে। মারা যাওয়াদের মধ্যে আসামের ১২ জন ও মেঘালয়ের ১৯ জন রয়েছেন। খবর এনডিটিভির।

আসামের ২৮টি জেলার প্রায় ১৯ লাখ মানুষ ক্ষতিগ্রস্থ হয়েছে। আর এক লাখ মানুষ ত্রাণ শিবিরে রয়েছেন।

ত্রিপুরার রাজধানী আগরতলায়ও ব্যাপক বন্যার খবর পাওয়া গেছে। মাত্র ছয় ঘণ্টায় শহরে ১৪৫ মিমি বৃষ্টিপাত হয়েছে। ফলে ত্রিপুরার নির্বাচনী প্রচারণায়ও প্রভাব পড়েছে। সরকারি সূত্র জানিয়েছে, গত ৬০ বছরে আগরতলায় এটি তৃতীয় সর্বোচ্চ বৃষ্টিপাত। বন্যার কারণে সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রয়েছে।

কর্মকর্তারা জানিয়েছেন, ১৯৪০ সালের পর মেঘালয়ের মৌসিনরাম এবং চেরাপুঞ্জিতে রেকর্ড বৃষ্টিপাত হয়েছে। বন্যায় নিহতদের পরিবারকে ৪ লাখ করে রুপি ক্ষতিপূরণ দেওয়া ঘোষণা দিয়েছেন মেঘালয়ের মুখ্যমন্ত্রী কনরাড সাংমা।

আসামে প্রায় ৩ হাজার গ্রাম প্লাবিত হয়েছে এবং ৪৩ হাজার হেক্টর ফসলি জমি পানিতে ঢুবে গেছে। ক্ষতিগ্রস্ত হয়েছে বেশ কিছু বেড়িবাঁধ, কালভার্ট ও রাস্তাঘাট।


বিদেশ বার্তা/ এএএ



আপনার মূল্যবান মতামত দিন: