ঢাকা | শনিবার, ১৯ এপ্রিল ২০২৫, ৬ বৈশাখ ১৪৩২ [email protected] +৮৮ ০১৬৮২ ৫৬ ১০ ২৮, +৮৮ ০১৬১১ ০২ ৯৯ ৩৩

হঠাৎ পদত্যাগ করলেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী

আল আমিন | প্রকাশিত: ১৫ মে ২০২২ ০৩:৪১

আল আমিন
প্রকাশিত: ১৫ মে ২০২২ ০৩:৪১

বিপ্লব কুমার দেব

আন্তর্জাতিক ডেস্ক: ত্রিপুরা রাজ্যের মুখ্যমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করলেন বিপ্লব কুমার দেব। শনিবার (১৪ মে) দুপুরে রাজভবনে গিয়ে তিনি রাজ্যপাল সত্যদেও আর্য নারায়ণের কাছে পদত্যাগপত্র জমা দেন।

চিঠিতে বিপ্লব দেব জানিয়েছেন, তার পদত্যাগের বিষয়টি আজ শনিবার (১৪ মে, ২০২২) থেকে কার্যকর হবে।

তবে বিধানসভা ভোটের আগের বছর বিপ্লব কুমারের আচমকা পদত্যাগ নিয়ে রাজনৈতিক মহলে জোর আলোচনা শুরু হয়েছে।

এর আগে শুক্রবার দিল্লিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ’র সঙ্গে দেখা করেন বিপ্লব কুমার। গত বৃহস্পতিবার তিনি রাজধানীতে যান এবং বিজেপির সর্বভারতীয় সভাপতি ডা. জেপি আড্ডার সঙ্গে দেখা করেন।

২০১৮ সালের ৯ মার্চ প্রথমবার মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিয়েছিলেন বিপ্লব কুমার। তবে মেয়াদ শেষের ১০ মাস আগেই হঠাৎ পদত্যাগ করলেন তিনি।

বিপ্লব কুমার বলেন, দলের সিদ্ধান্ত মাথা পেতে নিয়ে পদত্যাগ করেছেন।

বিদেশ বার্তা/ এএএ



আপনার মূল্যবান মতামত দিন: