ঢাকা | রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ৭ বৈশাখ ১৪৩২ [email protected] +৮৮ ০১৬৮২ ৫৬ ১০ ২৮, +৮৮ ০১৬১১ ০২ ৯৯ ৩৩

চীনে রেস্টুরেন্টে আগুন, নিহত ১৭

আল আমিন | প্রকাশিত: ২৯ সেপ্টেম্বর ২০২২ ০৩:২৮

আল আমিন
প্রকাশিত: ২৯ সেপ্টেম্বর ২০২২ ০৩:২৮

ফাইল ছবি

আন্তর্জাতিক ডেস্ক: চীনের উত্তর-পূর্বাঞ্চলের একটি রেস্টুরেন্টে আগুন লেগে ১৭ জন নিহত ও তিনজন আহত হয়েছে। স্থানীয় কর্তৃপক্ষের বরাত দিয়ে বার্তা সংস্থা এএফপি বুধবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

আহতদেরকে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে।

চীনের সামাজিক যোগাযোগ মাধ্যম ওয়েইবোতে পোস্ট করা এক বিবৃতিতে স্থানীয় সরকার জানিয়েছে, চাংচুন শহরের একটি খাবারের দোকানে স্থানীয় সময় বুধবার দুপুর ১২টা ৪০ মিনিটে আগুন লাগে।

বিবৃতিতে বলা হয়েছে, দমকলকর্মীরা ‘ঘটনাস্থলে দ্রুত পৌঁছে’ বিকেল ৩টার মধ্যে অনুসন্ধান ও উদ্ধার কাজ শেষ করেছে।

দুর্ঘটনার কারণ অনুসন্ধান করা হচ্ছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

বিদেশ বার্তা/ এএএ



আপনার মূল্যবান মতামত দিন: