ঢাকা | শনিবার, ১৯ এপ্রিল ২০২৫, ৬ বৈশাখ ১৪৩২ [email protected] +৮৮ ০১৬৮২ ৫৬ ১০ ২৮, +৮৮ ০১৬১১ ০২ ৯৯ ৩৩

চীনকে মোকাবেলায় দূরপাল্লার ক্ষেপণাস্ত্র মোতায়েনের কথা ভাবছে জাপান

মো: মনিরুল ইসলাম | প্রকাশিত: ২২ আগস্ট ২০২২ ০০:৩১

মো: মনিরুল ইসলাম
প্রকাশিত: ২২ আগস্ট ২০২২ ০০:৩১

ফাইল ছবি

আন্তর্জাতিক ডেস্ক : চীনের বিরুদ্ধে পাল্টা আক্রমণের সক্ষমতা জোরদার করতে এক হাজার কিলোমিটার দূরপাল্লার ক্রুজ ক্ষেপণাস্ত্র মোতায়েন করার কথা বিবেচনা করছে জাপান।

রবিবার (২১ আগস্ট) জাপানের ইয়োমিউরি পত্রিকার বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদ সংস্থা রয়টার্স।

প্রতিবেদনে বলা হয়, বর্তমানে জাপান যেসব ক্ষেপণাস্ত্র মোতায়েন করে রেখেছে, এগুলোর পাল্লা ১০০ কিলোমিটার থেকে বাড়িয়ে এক হাজার কিলোমিটার করে সেগুলো দক্ষিণাঞ্চলীয় নানসে দ্বীপপুঞ্জের আশপাশজুড়ে বসাতে চাইছে।

সরকারি সূত্রের বরাত দিয়ে প্রতিবেদনে আরো বলা হয়, টোকিও তাদের এখনকার ক্ষেপণাস্ত্রগুলো আধুনিকায়ন করে পাল্লা ১০০ কিলোমিটার থেকে বাড়িয়ে এক হাজার কিলোমিটার করতে চাইছে।

জাহাজ বা উড়োজাহাজ থেকে ছোড়া সম্ভব এসব ক্ষেপণাস্ত্র মূলত দক্ষিণাঞ্চলীয় নানসে দ্বীপপুঞ্জের আশপাশজুড়ে বসানো হবে, যেন সেগুলো ছোড়ার পর উত্তর কোরিয়া ও চীনের উপকূল পর্যন্ত পৌঁছাতে পারে। সূত্র: রয়টার্স।



আপনার মূল্যবান মতামত দিন: