
আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্রের চাপে পড়ে বেইজিংয়ের সঙ্গে সম্পর্ক খারাপ না করার জন্য ইসরাইলকে সতর্ক করেছে চীন। চীনের এক শীর্ষ কূটনীতিকে এই সতর্কবার্তা দিয়েছেন বলে মার্কিন গণমাধ্যমের প্রতিবেদনে জানা গেছে।
ওই প্রতিবেদনে বলা হয়েছে, চীনের কূটনীতিক লিও জিয়ানচাও গত সপ্তাহে বেইজিংয়ে নিযুক্ত ইসরাইলি রাষ্ট্রদূত ইরিত বেন আব্বাকে পাঠানো এক বার্তায় হুঁশিয়ারি দিয়ে বলেছেন, মার্কিন চাপে প্রভাবিত হয়ে আচরণ করা ইসরাইলের উচিত হবে না।
চীনের বিরুদ্ধে মানবাধিকার লঙ্ঘনের সব অভিযোগ ভিত্তিহীন এবং তা অপবাদ বলেও জানান লিও জিয়ানচাও। এর মাধ্যমে চীনের জনগণকে অপমান করা হচ্ছে বলেও জানিয়েছেন তিনি।
তিনি বলেন, বিদেশি চাপের মুখে ইসরাইল যদি চীনের অবমাননা করে তাহলে তা হবে তাদের একটা রাজনৈতিক ভুল।
লিও জিয়ানচাও আরও বলেন, গত ৪০ বছরে কারো দিকে একটা গুলিও ছোড়েনি চীন। কিন্তু যুক্তরাষ্ট্র বহু বছর ধরে আফগানিস্তান ও ইরাকে যুদ্ধ চালিয়েছে।
এ ব্যাপারে ইসরাইলি কর্মকর্তারা বলছেন, তারা জানেন না যে কি কারণে হঠাৎ এই ধরনের শক্তিশালী বার্তা দিয়েছে চীন।
বিদেশ বার্তা/ এএএ
আপনার মূল্যবান মতামত দিন: