ঢাকা | শনিবার, ১৯ এপ্রিল ২০২৫, ৬ বৈশাখ ১৪৩২ [email protected] +৮৮ ০১৬৮২ ৫৬ ১০ ২৮, +৮৮ ০১৬১১ ০২ ৯৯ ৩৩

 সামরিক মহড়া অব্যাহত রাখার ঘোষণা দিয়েছে চীন 

আল আমিন | প্রকাশিত: ৯ আগস্ট ২০২২ ০৪:২২

আল আমিন
প্রকাশিত: ৯ আগস্ট ২০২২ ০৪:২২

ফাইল ছবি

আন্তর্জাতিক ডেস্ক:  তাইওয়ানের চারপাশে বড় পরিসরের সামরিক মহড়া অব্যাহত রাখার ঘোষণা দিয়েছে চীনের সামরিক বাহিনী।সোমবার চীন বলেছে, দক্ষিণ চীন সাগরে তাদের মহড়া চলবে।

চীনা সেনাবাহিনীর পূর্বাঞ্চলীয় কমান্ড জানিয়েছে, এই মহড়ায় সাবমেরিন হামলা প্রতিরোধ এবং সামুদ্রিক অভিযান পরিচালনার কৌশল ঝালিয়ে নেওয়া হবে।

আজ সোমবার তাইওয়ান বলেছে, চীনের বিমান ও জাহাজগুলো তাদের জলসীমায় প্রবেশ করছে না। তবে চীনের এই সামরিক মহড়ার নিন্দা জানিয়েছে যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়া এবং জাপান চীনের এই মহড়ার নিন্দা জানিয়েছে।

মার্কিন প্রতিনিধি পরিষদের স্পিকার ন্যান্সি পোলেসির তাইওয়ান সফরের পাল্টা ব্যবস্থা হিসেবে চার দিনব্যাপী সামরিক মহড়ার শেষ হয় রবিবার। এরপর চীনের পক্ষ থেকে জানানো হলো এই মহড়া অব্যাহত থাকবে।

সূত্র: বিবিসি


বিদেশ বার্তা/ এএএ



আপনার মূল্যবান মতামত দিন: