04/21/2025 পুতিনকে শান্তি আলোচনা চালিয়ে যাওয়ার আহ্বান জানালেন এরদোগান
আল আমিন
২৭ এপ্রিল ২০২২ ০৫:০৩
আন্তর্জাতিক ডেস্ক: রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে টেলিফোন করেছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান। মঙ্গলবার (২৬ এপ্রিল) পুতিনকে টেলিফোন করে এরদোগান শান্তি আলোচনা চালিয়ে যাওয়ার আহ্বান জানান।
গত ২৯ মার্চ তুরস্কের ইস্তামবুলে আলোচনায় বসে রাশিয়া-ইউক্রেনের আলোচকবৃন্দ। পুতিনকে টেলিফোন করে এরদোগান সেই আলোচনার কথা স্মরণ করিয়ে দেয়।
এরদোগান বলেন, ইতিবাচক যে উদ্দীপনা অর্জিত হয়েছে তা রক্ষা করা উচিত। এরদোগান যুদ্ধবিরতি এবং বেসামরিক নাগরিকদের সরিয়ে নিতে মানবিক করিডোর খোলার ওপর গুরুত্বারোপ করেন।
রাশিয়া ইউক্রেনে আক্রমণ শুরুর পর তুরস্ক উভয় দেশের মধ্যে মধ্যস্থতার ভূমিকা পালন করার চেষ্টা করছে।
উল্লেখ্য, গত ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে বিশেষ সামরিক অভিযান শুরু করে রাশিয়া। বিগত ৬০ দিনে ইউক্রেনের বেশ কয়েকটি নগরী দখলে নিয়েছে রুশ বাহিনী। এরি মধ্যে ইউক্রেনের প্রসিকিউটর জেনারেলের অফিস জানিয়েছে, রুশ হামলায় এখন পর্যন্ত অসংখ্য ইউক্রেনীয় নিহত হয়েছে। এছাড়া আহত হয়েছে অনেকে।
বিদেশ বার্তা/ এএএ