04/21/2025 জাফর ইকবালকে হত্যাচেষ্টা, হামলাকারীর যাবজ্জীবন
মো: মনিরুল ইসলাম
২৭ এপ্রিল ২০২২ ০১:৪৯
নিজস্ব প্রতিবেদক : লেখক ও অধ্যাপক ড. মুহাম্মদ জাফর ইকবালকে হত্যাচেষ্টার মামলায় হামলাকারীর যাবজ্জীবন, একজনকে চার বছরের কারাদণ্ড এবং আরো চারজনকে খালাস দিয়েছেন আদালত।
মঙ্গলবার (২৬ এপ্রিল) দুপুরে সিলেটের সন্ত্রাসবিরোধী ট্রাইব্যুনালের বিচারক নুরুল আমীন বিপ্লব আসামিদের উপস্থিতিতে এ রায় দেন। রাষ্ট্রপক্ষের আইনজীবী (পিপি) মমিনুর রহমান টিটু গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন।
যাবজ্জীবন সাজা দেওয়া হয়েছে ফয়জুল হাসানকে। আর চার বছরের কারাদণ্ড পেয়েছেন তার বন্ধু সোহাগ মিয়া। খালাস পেয়েছেন ফয়জুলের বাবা মাওলানা আতিকুর রহমান, মা মিনারা বেগম, মামা ফজলুল হক ও ভাই এনামুল হাসান।
২০১৮ সালের ৩ মার্চ বিকালে সিলেট শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের মুক্তমঞ্চে এক অনুষ্ঠানে জাফর ইকবালের ওপর হামলা চালায় মাদ্রাসা ছাত্র ফয়জুল হাসান।
এ ঘটনায় ওই দিন রাতেই শাহজালাল বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মুহাম্মদ ইশফাকুল হোসেন বাদী হয়ে সন্ত্রাসবিরোধী আইনে জালালাবাদ থানায় মামলা করেন।
ওই বছরের ৪ অক্টোবর মামলার অভিযোগ গঠনের মাধ্যমে বিচারকাজ শুরু হয়।