04/20/2025 সহযোগিতার জন্য যুক্তরাষ্ট্রকে ধন্যবাদ জানালেন জেলেনস্কি
আল আমিন
২৬ এপ্রিল ২০২২ ০৫:০৩
আন্তর্জাতিক ডেস্ক: ইউক্রেনের প্রধানমন্ত্রী ভলোদিমির জেলেনস্কি ‘নজিরবিহীন সহযোগিতার’র জন্য যুক্তরাষ্ট্রকে ধন্যবাদ প্রদান করেছেন।
ইউক্রেনের প্রেসিডেন্ট কার্যালয়ের ওয়েবসাইটে বলা হয়েছে, মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিনকেন ও প্রতিরক্ষামন্ত্রী লয়েড অস্টিনে সঙ্গে বৈঠকে তিনি এই ধন্যবাদ জানান। রবিবার দুই মার্কিন মন্ত্রী কিয়েভ পৌঁছান। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এখবর জানিয়েছে।
জেলেনস্কি বলেন, ইউক্রেনের প্রতি যুক্তরাষ্ট্রের নজিরবিহীন সহযোগিতার জন্য প্রশংসা করছি। ইউক্রেনকে সহযোগিতায় তার নেতৃত্ব ও ব্যক্তিগত স্পষ্ট অবস্থানের জন্য ব্যক্তিগতভাবে এবং ইউক্রেনের জনগণের পক্ষ থেকে আমি প্রেসিডেন্ট বাইডেনকে ধন্যবাদ জানাতে চাই ।
জেলেনস্কি আরও বলেন, আমরা আমেরিকার জনগণ এবং দলমত নির্বিশেষে সমর্থনের জন্য কংগ্রেসকে ধন্যবাদ জানাতেই।
জেলেনস্কি বলেন, আমরা বুঝি এই পথে পরবর্তী পদক্ষেপ কী নিতে হবে। ইউক্রেন অংশীদারদের সমর্থনের ওপর নির্ভরশীল বলে প্রাপ্তি স্বীকার করেন তিনি। সূত্র: সিএনএন।
উল্লেখ্য, গত ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে বিশেষ সামরিক অভিযান শুরু করে রাশিয়া। বিগত ৫৯ দিনে ইউক্রেনের বেশ কয়েকটি নগরী দখলে নিয়েছে রুশ বাহিনী। এরি মধ্যে ইউক্রেনের প্রসিকিউটর জেনারেলের অফিস জানিয়েছে, রুশ হামলায় এখন পর্যন্ত অসংখ্য ইউক্রেনীয় নিহত হয়েছে। এছাড়া আহত হয়েছে অনেকে।
বিদেশ বার্তা/ এএএ