04/20/2025 ইউক্রেন যুদ্ধে রাশিয়া ব্যর্থ হচ্ছে: যুক্তরাষ্ট্র
আল আমিন
২৬ এপ্রিল ২০২২ ০২:৪১
আন্তর্জাতিক ডেস্ক: রবিবার কিয়েভে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলনস্কি ও দেশটির অন্যান্য কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী ব্লিনকেন ও প্রতিরক্ষামন্ত্রী অস্টিন। ইউক্রেন যুদ্ধের দুই মাসের মাথায় এই প্রথম শীর্ষ দুই মার্কিন কর্মকর্তা কিয়েভ সফর করলেন। যুক্তরাষ্ট্র ইউক্রেনকে আরও সামরিক সহায়তা দেবে বলে প্রতিশ্রুতি দিয়েছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী।
যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিনকেন বলেছেন, ইউক্রেনে রাশিয়া ব্যর্থ হচ্ছে আর ইউক্রেন সফল হচ্ছে।
সোমবার ইউক্রেন সফরের পর পোলিশ-ইউক্রেন সীমান্তে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী ব্লিনকেন সাংবাদিকদের কাছে এ মন্তব্য করেন।
মার্কিন পররাষ্ট্রমন্ত্রী বলেন, রাশিয়া চেয়েছিল ইউক্রেনের স্বাধীনতা, সার্বভৌমত্ব নিয়ে নিবে। কিন্তু সেটা ব্যর্থ হয়েছে।
তিনি বলেন, রাশিয়া সামরিক, অর্থনৈতিক শক্তি জাহির করতে চাচ্ছে। কিন্তু আমরা দেখছি তাদের চাওয়ার বিপরীত হচ্ছে।
ব্লিনকেন বলেন, আমরা জানি না বাকি যুদ্ধ কিরূপে দেখা দেবে। তবে আমরা জানি— দৃশ্যপটে সার্বভৌম ইউক্রেন ভ্লাদিমির পুতিনের থেকে অনেক বেশি স্থায়ী হবে।
এর আগে রোববার অঘোষিত সফরে ইউক্রেনে যান যুক্তরাষ্ট্রের দুই শীর্ষ কর্মকর্তা অ্যান্টনি ব্লিনকেন এবং প্রতিরক্ষামন্ত্রী লয়েড অস্টিন। তারা ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে সাক্ষাৎ করে সামরিক সয়তার আশ্বাস দেন। সূত্র: সিএনএন
বিদেশ বার্তা/ এএএ