04/23/2025 সেই মা-ছেলেকে ছেড়ে দিয়েছে পুলিশ
মো: মনিরুল ইসলাম
২৫ এপ্রিল ২০২২ ১৮:৪৮
নিজস্ব প্রতিবেদক : রাজধানীর কলাবাগানে তেঁতুলঝোড়া মাঠে ভবন নির্মাণের প্রতিবাদে সামাজিক যোগাযোগের মাধ্যম ফেসবুকে এসে লাইভ করায় সৈয়দা রত্না ও তার ছেলে ঈসা আব্দুল্লাহকে আটকের ১২ ঘণ্টা পর পরিবারের জিম্মায় ছেড়ে দেওয়া হয়েছে।
রবিবার (২৪ এপ্রিল) দিবাগত রাত সাড়ে ১১টার পর তাদের পরিবারের জিম্মায় হস্তান্তর করা হয়।
সৈয়দা রত্নার কাছ থেকে মুচলেকা নেওয়া হয়েছে। সরকারি কাজে তারা আর বাধা দেবেন না, মাঠ রক্ষার আন্দোলন করবেন না এবং ডাকলে যে কোনো সময় থানায় হাজির হবেন-এ শর্ত দিয়ে মুচলেকা নেওয়া হয়।
সৈয়দা রত্না বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠীর সদস্য। তার ছেলে আইডিয়াল কলেজের এইচএসসির শিক্ষার্থী। দুই জনকে দিনভর থানায় আটকে রাখা হয়। তাদের আটকের খবর পেয়ে বেলা ২টার দিকে ওই মাঠে যান মানবাধিকারকর্মী খুশী কবির, বাংলাদেশ পরিবেশ আইনবিদ (বেলা) সমিতির প্রধান নির্বাহী সৈয়দা রিজওয়ানা হাসান, উদীচীর ঢাকা মহানগরের সাধারণ সম্পাদক আরিফ নূরসহ কয়েকজন।
সন্ধ্যার পর থেকে সৈয়দা রত্না ও তার ছেলের মুক্তির দাবিতে ঢাকার কলাবাগান থানার সামনে বিক্ষোভ শুরু করে অ্যাক্টিভিস্টরা। বিক্ষোভকারীদের মধ্যে স্থানীয় বাসিন্দা, মানবাধিকারকর্মী এবং উদীচীর সদস্যরাও ছিলেন।